কেন্দুয়া প্রেসক্লাবের ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

কেন্দুয়া প্রেসক্লাবের ঈদ পরবর্তী পূর্ণমিলনী কেন্দুয়া উপজেলার ঐতিহ্য বাহী কেন্দুয়া প্রেসক্লাবের ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া প্রেসক্লাব হল রুমে ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান এর সভাপতিত্বে আবদুল হাই সেলিম এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়ার কৃতি সন্তান সাবেক জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক আইজি প্রিজন স্টাফ রিপোর্টারঃ মশিউর রহমান বাবু, জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট সোহেল।

এসময় উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক হারেছ উদ্দিন ফকির, সিনিয়র সদস্য আব্দুস সাত্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিলবাহার খান,তথ্য গবেষণা সম্পাদক রাখাল বিশ্বাস, সুনীল পোদ্দার, শাহজাহান মিয়া, সাংবাদিক মজিবুর রহমান, হুমায়ুন কবির, মাইন উদ্দিন সরকার, রুকন উদ্দিন, মানবাধিকার সভাপতি শাহ আলী তৌফিক রিপন, কোহিনুর আলম,চিন্তা জগতের শাহ আলম তালুকদার, মোফাজ্জল হোসেন,লাভলী আক্তার প্রমূখ।
বক্তব্যে  মশিউর রহমান বাবু বলেন- আমি ছোট মানুষ আল্লাহর গোলামী করি। আমি কেন্দুয়ার সন্তান হিসেবে কেন্দুয়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য যা যা করার তাই করবো ইনশাআল্লাহ। সর্ব প্রথম ৬টি ফ্যান,একমাসের মধ্যে দুটি ল্যাপটপ,একটি এসি দিতে চেষ্টা করব।এর পরে অন্যান্য জিনিস কিছু দিনের মধ্যে চেষ্টা করবো ইনশাআল্লাহ।