কেন্দুযা – আটপাড়ার সকল মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিযেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান

মো :লুৎফুর রহমান হৃদয়, ময়মনসিংহ বিভাগীয় ব্যুরোঃ
নেত্রকোনা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াপরিষদ ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান বলেছেন,আমাদের সবার প্রিয়নেতা জনাব তারেক রহমান বলেছেন,মানুষকে ভালোবাসতে হবে তাঁদের সুখে দঁঃখে পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন,যত মানুষকে ভালোবাসা যায়,কাছে টেনে নেওয়া যায়,ততই ব্যক্তি তথা সমাজ, দল ও রাষ্ট্রের জন্য মঙ্গল।মানুষকে ভালোবাসা দিলে মানুষ এর প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু করেন।
রো়টারিয়ান এম নাজমুল হাসান বাংলা ১৪৩২ বঙ্গাব্দেবাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,কেন্দুয়া – আটপাড়ার মানুষের ভালোবাসার কাছে আমি ঋনী।
আমি তাঁদেরকে মনে প্রানে ভালেবাসি।তাঁরাও আমাকে হৃদয়ের ভালোবাসা দিয়ে কাছে টেনে নেন।
নববর্ষ উপলক্ষে সকল শ্রেনী পেশার মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন়,মানুষে মানুষে সম্প্রীতি সকলকে আগামীদিনের সুন্দর পথ দেখাবে।
মানুষ মানুষকে ভালোবাসাই হলো মানুষের বড় ধর্ম।
সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ মানুষের পাশে দাঁড়াতে, ভালোবাসতে প্রিউ নেতা জনাব তারেক রহমান যে পরামর্শ দিযেছেন,সেই বিষযটি মাথায় রেখে আসুন আমরা সবাি মানুষের পাশে দাড়াঁই।
মানুষকে সাথে নিয়ে আমাদের হারিয়ে যাওয়া গনতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।প্রতিষ্ঠা করতে হবে মানুষের ভোটের অধিকার।
তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।