কেন্দুয়া সাইডুলী নদীতে অবৈধ বালু উত্তোলন করছেন কয়েকজন অসাধু ব্যবসায়ীরা

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া এলাকায় সাইডুলী নদীতে অবৈধ বালু উত্তোলন করছেন কয়েকজন অসাধু ব্যবসায়ীরা
স্হানীয় সূত্রে জানা যায়- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়ন কোনাপাড়া এলাকায় সাইডুলী নদীতে অবৈধ বালু উত্তোলন করছেন কয়েকজন অসাধু ব্যবসায়ীরা। বালুর ব্যবসায়ী আনোয়ার হোসেন, পিতাঃ মোঃ কাঞ্চন মিয়া, গ্রামঃ কোনাপাড়া, ইউনিয়ন নওপাড়া, উপজেলা কেন্দুয়া, জেলা নেত্রকোনা গংদের নিয়ে বেশ কয়েকদিন যাবত ৩টি ভেকু দিয়ে বালু উত্তোলন করে ৮টি লড়ি ট্রাক দিয়ে এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি বালু বিক্রি করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
সাধারণ মানুষ বিষয়টি নিয়ে হতবাক। দ্রুত ব্যবস্হা নেওয়ার জন্য জোর দাবি জানান।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার মুঠোফোনে বলেন- আমার কথায় কেউ কানে দেয়না,আমি ইউএনও ও এসিল্যান্ড’কে জানিয়েছি ওরা এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি।
এর মধ্যে জানা যায় এলাকায় এই ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।