কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছেন কেন্দুয়া থানা পুলিশ

IMG-20250906-WA0030

মোহাম্মদ সালাহ উদ্দিন,ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার সাউদপাড়া থেকে ১০০ পিস ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করেছেন কেন্দুয়া থানা পুলিশ।

৬ আগষ্ট শনিবার তারিখ রাত ০০:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) মো: আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ কেন্দুয়া থানাধীন ০৫নং ওয়ার্ড সাউদপাড়া সাকিনন্থ জনৈক জুয়েল মিয়ার দু-চালা টিনের ঘরের বিশেষ অভিযান পরিচালনা করে ঘরের খাটের উপর হইতে ১০০ (একশত পিচ) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ।

উক্ত সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী-১। মোঃ জুয়েল (৩৫), ২। আতিকুর রহমান (৩০) উভয়পিতা-আব্দুল হেকিম, মাতাঃ -সুরাইয়া আক্তার, সাং-সাউদপাড়া ০৫ নং ওয়ার্ড মতির মোড় সংলগ্ন, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোণাদ্বয় সুকৌশলে দৌড়াইয়া পালাইয়া যায়।

উক্ত বিষয়ে কেন্দুয়া থানার মাদক মামলা নং-০১, তারিখ: ৬/৯/২০২৫ খ্রি: রুজু হয়েছে। আসামীদ্বয়কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।