কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের নাম পরিবর্তন করে আবারও নাম করণ হয় কেন্দুয়া প্রেস মিডিয়া ক্লাব

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের নাম পরিবর্তন করে মিডিয়া ক্লাব হয়,কিন্তু আবারও এই নামটিও পরিবর্তন হলো।

২০ মে মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব প্রাঙ্গণে কারণ সাংবাদিক সমীরন্দ্র বিশ্ব শর্মা এর সাংবাদিকতার ৪০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় মিডিয়া ক্লাবের সদস্যবৃন্দ এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

আলোচনা সভায় সমরেন্দ্র বিশ্ব শর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন – মিডিয়া ক্লাবের সিনিয়র সহসভাপতি গীতিকার ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাঙালি, যুগ্ম সাধারণ সম্পাদক লূৎফুর রহমান হ্রদয়,প্রকাশনা সম্পাদক কায়সার তালুকদার, আবদুল আউয়াল খান, লিলিসহ কমিটির সদস্যবৃন্দ।

বক্তব্যে মিডিয়া ক্লাবের বিভিন্ন সদস্যরা বলেন- উপজেলা প্রেসক্লাব করেছি ২০১৭ সালে,কেন্দুয়া প্রেসক্লাবের নাম উপজেলা প্রেসক্লাব সাংঘর্ষিক হওয়ায় ২০২৫ সালে সবার সর্ব সম্মতি ক্রমে উপজেলা মিডিয়া ক্লাব নাম করন করেছি। মিডিয়া ক্লাবের নামকরন করার কিছুদিন পর কিছু লোকজন মেরিড / বিবাহ করার জন্য বা দেওয়ার জন্য তামাশা করার নামে লোক পাঠানো হয়।
তাছাড়া মিডিয়া নামটি মানুষের সমালোচনা মুখে পড়ায় আমি সমরেন্দ্র বিশ্ব শর্মার মিডিয়া ক্লাবের নামটি পরিবর্তন করিতে প্রস্তাব দেই,এই প্রস্তাব সবার সর্ব সম্মতি ক্রমে কেন্দুয়া প্রেস মিডিয়া ক্লাব নামকরণ করিতে সক্ষম হই।
আগামী ৩০ মে এর প্রতিষ্ঠাবার্ষিকী পালনের স্বীদ্ধান্ত নিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করে সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা।

এই নামটি পরিবর্তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম বলেন- আমরা দেখেছি কেন্দুয়া প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাব নামের সাংঘর্ষিক হওয়ায় দুটি ক্লাবের সদস্য ও সাংবাদিকদের মাঝে বিতন্ডা ও বিদ্রোহ তৈরি হয়েও প্রশাসনের সহযোগিতায় মিডিয়া ক্লাব নাম দিয়ে সমস্যা দূর হয়েছিল। এখন আবার উপজেলা মিডিয়া ক্লাব নাম বাদ দিয়ে নতুন কেন্দুয়া প্রেস মিডিয়া ক্লাব নাম করায়, যদিও নাম ঘুরিয়ে পেচিয়ে আবারও বাগ বিতন্ডা সৃষ্টি হতে পারে।