কেন্দুয়ায় ৪৮ ঘন্টা যাপত মাদ্রাসা এক শিক্ষার্থী নিখোঁজ

IMG-20250709-WA0042

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৪৮ ঘন্টা যাবত এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা যায় পারিবারিক ও কেন্দুয়া থানা সূত্রে ।

৯জুলাই বুধবার বেলা ২টার সময় শিক্ষার্থীর বাবা আব্দুস সালাম (৫৩) এ মর্মে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং -৪১৯

নিখোঁজ শিক্ষার্থীর নাম -সাজিদুল ইসলাম প্রান্ত (১৫)।
মায়ের নাম রুনা আক্তার,
গ্রাম -রাজনগর,
ইউনিয়ন -রোয়াইলবাড়ি আমতলা ।

জিডিতে উল্লেখ করা হয়- গত ৭জুলাই বিকাল ৩ঘটিকায় বাড়ি হতে মাদ্রাসা যাওয়ার পথে বাসার নিচে নিজের অজান্তে হারিয়ে যায় সে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। তার শারীরিক গড়ন -মুখের আকৃতি গোলাকার, নাক লম্বা, উচ্চতা -৫ফুট,
চুল -ছোট। পড়নে ছিলো নীল গেঞ্জি, কালো পায়জামা ও খয়েরি স্যান্ডেল ।
সাজিদুলের ভাই সামিউল ইসলাম অর্পনের সাথে জরুরি যোগাযোগের জন্যে এই মোবাইল নাম্বারটি ০১৩১৮৬৫৪০৮৪ দেয়া হয়েছে উক্ত জিডিতে।

সাজিদুল ইসলাম প্রান্ত এর আব্দুস সালাম বলেন- সাজিদুল ইসলাম প্রান্ত আমার খুব আদরের সন্তান । তিনি আরো বলেন, নিখোঁজ হওয়ার সময় সাজিদুলের হাতে একটি এন্ড্রয়েড (অপু) ফোনও ছিলো।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন- এসআই মোঃ বাবুল মিয়াকে তদন্ত ভার দেয়া হয়েছে। খোঁজাখুঁজি অব্যাহত থাকবে।