কেন্দুয়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত

মোহাম্মদ সালাহ উদ্দিন,ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে।

২৬ শে মার্চ বুধবার সকালে নেত্রকোনার কেন্দুয়ায়  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কেন্দুয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং উপজেলার মুক্তি যুদ্ধা ও তার পরিবারবর্গ, সুশীল সমাজ, সংবাদ কর্মী বৃন্দ।

অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ৩০২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়, যার মধ্যে ১৩৩ জন জীবিত এবং ১৬৯ জন মৃত মুক্তিযোদ্ধা। তাদের মধ্যে যারা জীবিত রয়েছেন, তারা সরাসরি সংবর্ধনা গ্রহণ করেন এবং মৃত মুক্তিযোদ্ধাদের পরিবার সদস্যরা তাদের সম্মাননা গ্রহণ করেন।

পরিচালনা করেন- যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান।

বক্তব্য রাখেন – কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই সেলিম, উপজেলা ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলার যুগ্ম আহ্বায়ক সাগর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু,কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক।

এর আগে দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিগুলোতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করে।

কেন্দুয়া উপজেলার এ আয়োজনটি ছিল উৎসোব মুখর ও গৌরবময়, যা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে অবশ্যই সহায়তা করবে।