কেন্দুয়ায় ১৩নং পাইকুড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ১৩নং পাইকুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি ১৩নং পাইকুরা ইউনিয়নের মজলিশপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভুইঁয়া এবং সাবেক সহ-সভাপতি সৈয়দ মজিবুর রহমান রেহান, ১১নং চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম খান জরিপ।
সভাপতিত্ব করেন- ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম মেম্বার

এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া পৌর বি এন নেতা জসিম উদ্দিন খোকন, ৯নং নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা দিনকালের প্রতিনিধি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, মাসকা ইউনিয়ন বি এন পির সভাপতি রেজাউল করিম সুমন, দলপা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বিল্টু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন- সৈয়দ ইকবাল হোসেন টুটুল।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
ইফতারের পূর্বে স্থানীয় নেতাকর্মীরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিএনপির আদর্শ বাস্তবায়নের জন্য সকলে এক যোগে কাজ করার আহ্বান জানান।