কেন্দুয়ায় ১০নং কান্দিউড়া ইউনিয়নে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১০নং কান্দিউড়া ইউনিয়নের জফরপুর, কুন্ডলী, ব্রাহ্মণজাত ও বেঁজগাতী গ্রামের ভুক্তভোগী জনগণের গ্রামীণ সড়ক সংস্কার ও পাঁকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
অবহেলিত জনপদ- উন্নয়ন চাই- বঞ্চনা নয় এই শ্লোগানে
২১ মে বুধবার দুপুরে জফরপুর, কুন্ডলী, ব্রাহ্মণজাত ও বেঁজগাতীর ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে জামতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন- জামতলা মোড় থেকে বেঁজগাতী ব্রিজ পর্যন্ত প্রায় ২কিঃমিঃ রাস্তটি ৪০ বছর আগে করা হয়েছিল । প্রতিদিন এই রাস্তা দিয়ে একাধিক গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন , বিশেষ করে বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে উঠে। তাই জনস্বার্থে এই রাস্তার সংস্কার ও পাকাকরণ অতীব জরুরি।