কেন্দুয়ায় বিএনপির ঈদ পরবর্তী পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির ঈদপরবর্তী পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল বুধবার বিকেলে নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন খোকন ও ৪নং টেংগুরি ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে টেংগুরি সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমির বিশাল মাঠে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবদুল কাদির আহম্মদ সুরুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাত্র দলের সভাপতি /সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক যুবদলের সভাপতি, কেন্দুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম।
পরিচালনা করেন- রফিকুল ইসলাম ভুইঁয়া বকুল।
বক্তব্য রাখেনঃ- কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাকারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হানিফ খান,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেনঃ- নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা দিনকালের প্রতিনিধিঃ মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া, রিপন মল্লিক, সাইফুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক চায়না আক্তার, পৌর মহিলা দলের নেত্রী উর্মী আক্তার প্রমূখ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন- আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে বলি আপনারা কেউ উঁকি যুকি দিবেন না, উঁকি যুকি দেওয়ার চেষ্টা করলে দীর্ঘ ১৭ বছর যে নির্যাতন ও লুটপাট করেছেন তা কিন্তু বুঝেন। আমার দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমান তা কিন্তু শিক্ষা দেন নাই। তাদের উদ্দেশ্যে আরও বলেন এখনো সময় আছে ভালো হয়ে যান।