কেন্দুয়ায় জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আর্থিক সহায়তা প্রদান

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক নেত্রকোণা জেলার দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

৩০ মার্চ রবিবার দুপুরে নেত্রকোণা জেলা জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়

নেত্রকোণা জেলা জাতীয় অন্ধকল্যাণ সমতির সভাপতি এম আনোয়ার হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদের সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল,বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম মাসুদ রানা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজুন রহমান খন্দকার, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, নেত্রকোণা জেলা জাতীয় অন্ধ কল্যাণ সমতির সহসভাপতি রফিকুল ইসলাম খান রাসেল, আবু ছালেক শেখ, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিমসহ উপজেলার বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- জেলা শাখার মাধ্যমে এই প্রথম আমরা কেন্দুয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার সুযোগ তৈরির শুভ সূচনা করলাম তাই সবার সহযোগিতা প্রয়োজন ।

এছাড়াও এর আগে মোট ২৫জন অন্ধ ব্যক্তি বা দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে এই আর্থিক অনুদান তুলে দেন প্রধান অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- দৃষ্টি প্রতিবন্ধী ও তাঁদের পরিবার্গ, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।