কেন্দুয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

“মান সম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে—-

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে।

১০ মে শনিবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার এর উপস্থিতিতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবুল কাসেম।

অনুষ্ঠান পরিচালনা করেন- মীর্জা মোহাম্মদ।

উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে চিত্রাংকন ও রচনা  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেন ১ম থেকে ২য় শ্রেনী পর্যন্ত এবং রচনা প্রতিযোগিতা ৩য় শ্রেনী থেকে ৫ ম শ্রেনী পর্যন্ত।
এছাড়া অনুষ্ঠানে পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশেন সাহা’র পরিচালনায় বিভিন্ন শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরুষ্কার বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি, দিনকালের সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালামসহ উপজেলা ও পৌর শহরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।