কেন্দুয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে

মোঃ আব্দুল আউয়াল খান,
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

(১০ ডিসেম্বর) মঙ্গলবার সকালে কেন্দুয়া সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ।
কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে গুম ও খুনের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী, সকল নাগরিকের মুক্তি ও আওয়ামীলীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকান্ড নির্যাতন নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম (জেনিস), সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রুবেল,সদস্য সচিব জাকারুল ইসলাম,পৌর ছাত্রদলে আহবায়ক আশরাফুল ইসলাম,যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান মাসুদ প্রমূখ।