কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা সোনাহাট স্থলবন্দরে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি।
বাদশা আলমগীর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সমগ্র এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা আদেশ জারি করা হয়েছে।
সোনাহাট স্থলবন্দর এলাকায় ২৮.১১.২০২৪ তারিখে একই স্থানে একই সময়ে বিএনপি ২টি গুরুপের মধ্যে থেকে সবা-সমাবেশ আহ্বান করা হয়েছে। উক্ত সমাবেশ ঘিরে সমগ্র ভূরুঙ্গামারী উপজেলায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
এর ফলে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি হওয়ার সম্ভবনা হওয়ায় সার্বিক আইন – শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট মোঃ গোলাম ফেরদৌস এ আদেস জারি করেন ।
সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় ২৮.১১.২০২৪ তারিখ সকাল ৮ ঘটিকা হতে রাত ১২.০০ ঘটিকা পযর্ন্ত ফৌজদারী ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেন।
এ সময় ভূরুঙ্গামারী এলিকায় সকলপ্ প্রকার আগ্নেয়াস্ত্র বহনও প্রদর্শন,লাঠি বা দেশিয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন মাইকিং বা শব্দযন্ত্র ব্যাবহার, ৫ (পাঁচ) বা অধিসংখ্যাক ব্যাক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
তিনি ২৭ নভেম্বর ২০২৪ তার স্বাক্ষরিত স্মারক নম্বর :০৭.৪৭.৪৯০৬.০০০.০১.০০৮.২৪-১১২৬ (৯) মারফত এ আদেশ জারি করেন