কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ভটভটি গাড়ির ধাক্কায় এক প্রতিবন্ধী কিশোর নিহত

বাদশা আলমগীর
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন চাকার ভটভটি গাড়ি ধাক্কায় রাহাত আলী (১৫) নামের এক প্রতিবন্ধী কিশোরের নিহত হয়। বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
মৃত ওই কিশোর গছিডাঙ্গা গ্রামের পাটেশ্বরী বাজার সুরুজ্জামানের ছেলে। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ি থেকে বেড় হয়ে পাটেশ্বরী বাজারে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি খালি ভটভটি রাহাত আলীকে ধাক্কা দেয়। পরে বাজারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহাতের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুরে নেওয়ার পথে কাউনিয়া এলাকায় ওই কিশোরের মৃত্যু হয়। রাহাত বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।