কুড়িগ্রাম থেকে প্রাইভেট কারে রাজশাহীতে পাচারের সময় ১ মণ ১০০ গ্রাম গাঁজা সহ দু-জন গ্রেপ্তার

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধ

কুড়িগ্রাম থেকে প্রাইভেট কারে রাজশাহীতে পাচারের সময় ৪০ কেজি ১০০গ্রাম গাঁজা সহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করেছ
র‍্যাব এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়। সোমবার ২৮ এপ্রিল দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন -কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী জাগলাটারী গ্রামের মেহেদী হাসান হিরো (২৫) ও দিনাজপুর চিরির বন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের ফারুক উদদীন শাহ (৪৫)
র‍্যাব-৫ জানায়,ভোররাতে র‍্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল পটিয়া উপজেলার কাঠালপাড়া এলাকায় পুটিয়া তাহেরপুর সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় এ সময় একটি প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৪০ কেজি ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

গ্রেফতার কৃতদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।