কুড়িগ্রাম (চিলমারি) ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার।

মোঃএরশাদুল হক
কুড়িগ্রাম বিশষ প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে মাছ ধরতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের মরদেহ দুই ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকার পাশে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম লিটন মিয়া (১৯) তিনি উপজেলা রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে,বিষয়টি নিশ্চিত করেছেন
চিলমারী নৌ ফাঁড়ির আইসি ইমতিয়াজ কবির।
স্থানীয়রা জানান, লিটন পেশায় মৎস্যজীবি। প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকালে মাছ ধরতে যায় লিটনসহ কয়েকজন জেলে। দুপুরের দিকে জাল টানতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
এ সময় তার সঙ্গে থাকা লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে চিলমারী নৌ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর লিটনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন তারা।
চিলমারী নৌ ফাঁড়ির আইসি ইমতিয়াজ কবির বলেন, ‘ব্রহ্মপুত্র নদ উত্তাল থাকায় নৌকা থেকে পড়ে যান তিনি।
পরে জেলেদের জালে আটকা ছিলেন। পুলিশ ও জেলেদের সহায়তায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।