কুড়িগ্রামে সেনাবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাজার নিরাপত্তায় টহল জোরদার

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি ০২-০৪-২০২৫
কুড়িগ্রামে সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার এর নেতৃত্বে ২৪ ঘন্টাই কুড়িগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক ট্রাফিক কন্ট্রোল ও বাজার নিরাপত্তা,চেকপোস্ট জেলাব্যাপী এ কার্যক্রম চলছে। আজ বুধবার দুপুর তিন ঘটিকায় কুড়িগ্রাম শাপলা চত্বর মোড়ে সেনাবাহিনী টহল জোরদার করে যাতে ঈদের বাড়তি যানজটের চাপের কারণে কোন ধরনেন দুর্ঘটনা না ঘটে।
এছাড়া সেনাবাহিনী সারাদেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এজন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
এই প্রতিবেদন লেখার পুর্বমুহুর্তে সেনাবাহিনীর একাধিক সদস্যদের সাথে কথা হলে তাঁরা জানান এবছর পরিবার, পরিজন ছাড়া মানুষের যান ও মালের নিরাপত্তার স্বার্থে ঈদুল ফিতর কুড়িগ্রামে করেছি।
এবিষয়ে মিশু চালক মাহাবুবের সাথে কথা হলে তিনি বলেন রাস্তায় যানজট নিরসন ও বাড়তি চাপ কমাতে সেনাবাহিনীর কাজ খুব ভালো হচ্ছে এজন্য শহরের যানজট কম ধন্যবাদ সেনাবাহিনীকে।
অবসসর প্রাপ্ত কলেজ শিক্ষক খন্দকার গোলাম ফারুক বলেন, ইতিপূর্বে ঈদের আগে ও পরে রাস্তায় যানজটের কারণে চলাফেরা খুবই সমস্যা হতো, কিন্তুু এবারের ঈদে সেনাবাহিনীর তৎপরতার কারণে তেমন যানজট নাই,তাছাড়া সেনাবাহিনী থাকায় নিরাপত্তা নিয়ে সংশয়ও একেবারেই নাই, তাই ঈদও আনন্দদায়ক হয়েছে,সেনাবাহিনীর এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই।
সেনাবাহিনীর এরকম কার্যক্রম দেখে পথচারীরাও অত্যন্ত আনন্দিত।
ঈদ পুর্ববতী ও পরবর্তী মানুষের দুর্ভোগ কমাতে সেনাবাহিনী গত ২৮ শে মার্চ শুরু করে আগামী ৪ এপ্রিল পযর্ন্ত এ কার্যক্রম অব্যবত থাকবে, বলে জানিয়েছেন কুড়িগ্রাম সেনা ক্যাম্প।