কুড়িগ্রামে শহীদ জিয়া স্মৃতি ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে

মো:এরশাদুল হক,
কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর হলোখানা ইউনিয়ন এ ঘোড়দৌড় প্রতিযোগিতার জনপ্রিয়তা দীর্ঘদিনের। অত্র ইউনিয়নের ঐতিহ্যের সাথে মিশে আছে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন।

কালের বিবর্তন ও পৃষ্ঠপোষকতার অভাবে কমেছে প্রতিযোগিতার আয়োজন। ঘোড়দৌড় প্রতিযোগিতায় অতীত ঐতিহ্য রক্ষায় কুড়িগ্রাম সদর (হলোখানা ইউনিয়নের) সরকার পাড়া শিমুলতলা খেলা মাঠ এ আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার।

২২ (ডিসেম্বর) ঘৌড়দৌড় খেলা প্রতিযোগিতার উদ্বোধন করেন, কুড়িগ্রাম জেলা বিএনপির -সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
আর উদ্বোধনের দিন ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগের জন্য হুমড়ি খেয়ে পড়েন বিপুল সংখ্যক দর্শক।
উদ্বোধনী খেলা দেখতে দুপুর থেকেই মাঠে জড়ো হতে থাকেন হলোখানা ইউনিয়ন সহ আশপাশের বিপুলসংখ্যক দর্শক। খেলা শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয় মাঠ। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আবাল-বৃদ্ধ-বণিতার উপস্থিতিতে মাঠে দেখা যায় প্রাণের উৎসব। দর্শকদের বিনোদন দিতে
মাঠের বিভিন্ন প্রান্তে বসে গৃহস্থালি পণ্যের দোকান, বিভিন্ন খাবারের দোকান। বেচাবিক্রিও চলে দেদারছে। আর খেলা শুরুর সাথে সাথেই আগত দর্শকরা উল্লাসে মেতে ওঠেন।

শহীদ জিয়া স্মৃতি ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধনী দিনে, প্রধান অতিথি ছিলেন-জনাব আলহাজ্ব উমর ফারুক, সাবেক সংসদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর থানা বিএনপি সাবেক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুর রহমান,সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল সভাপতিত্ব করেন মো:রফিকুল ইসলাম, সভাপতি হলোখানা ইউনিয়ন বিএনপি, সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সরকার পাড়া শিমুল তলা যুবসমাজ।

You may have missed