কুড়িগ্রামে ড্যাবের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মো:এরশাদুল হক,
বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শনিবার বিকেলে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ৪ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের ওষুধ সহ চিকিৎসাসেবা প্রদান করেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নাজমুল হোসেন এবং ড্যাব কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ডাঃ মাহফুজার রহমান মারুফ ।

এর আগে, হাসনাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ড্যাব কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ডাঃ মাহফুজার রহমান মারুফ। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল-আমীন , উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ বাদল, হাসনাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কমিশনার শাহজালাল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজালাল হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আতিকুর রহমান আকাশসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।