কুড়িগ্রামে জেলা জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো: এরশাদুল হক,
কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে মিলিত হয়। এরপর কুড়িগ্রাম জেলা জাসাসের আয়োজনে বেলুন উড়িয়ে, কেক কেটে দিবসটির উদযাপন সূচনা করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।
অনুষ্ঠানে জেলা জাসাসের আহ্বায়ক জাকির হোসেন মো. আহসান হাবিব সজিবের সভাপতিত্বে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ,
যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, জেলা জাসাসের সাবেক সভাপতি বিএনপি নেতা আলতাফ হোসেন ও জেলা জাসাসের সদস্য সচিব নুরজামাল বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।
কেক কাটা ও আলোচনার অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দের সামনে জাসাসের উদ্যোগে বিশেষ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়।