কুড়িগ্রামে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো:এরশাদুল হক,
কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রামে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সারাদেশের ন্যায় কুড়িগ্রামে জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ০১(জানুয়ারি) সকাল ১১ টায় কুড়িগ্রাম দলীয় কার্যালয় থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়।এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসানের সভাপতিত্বে, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলার সদরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে কলেজ মোড় এসে জমায়েত হয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক- মোস্তাফিজুর রহমান (মোস্তফা),সদস্য সচিব -আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক – মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক, আশরাফুল হক রুবেল,ছাত্রদলের সভাপতি -আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক -হাসান জুবায়ের হিমেল,ছাত্র নেতা বিপুল,ইকবাল রাব্বি, সালাম সোহেল রানা,আকাশ, খাইরুল,কাননি সহ প্রমুখ । এসময় বক্তারা ছাত্রদের লেখাপড়ার প্রতি তাগিদ দিয়ে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে হলে ছাত্রদলকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এছাড়া মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।