কুড়িগ্রামে কৃষক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও বৃক্ষরোপণ কর্মসূচি।

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা কৃষক দলের উদ্যোগে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও মেধাবীদের মাঝে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ।

কুড়িগ্রামের ৭ নং -মোগলবাসা ইউনিয়ন সেনের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, বৃক্ষরোপণ কর্মসূচি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে ‘কৃষক দল ‘কুড়িগ্রাম জেলা।

শুক্রবার, বিকাল ৩ টায় এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা কৃষক দলের আহবায়ক মোঃ রিপন রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা কৃষক দলের সদস্য সচিব,রুকুনুজ্জামান রুকু সহ কৃষক দলের জেলা নেতৃবৃন্দ।

উল্লেখযোগ্য যে, কুড়িগ্রাম জেলা কৃষক দলের উদ্যোগে মোগল বাসা ইউনিয়ন সেনের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০০টি চারা গাছ বিতরণ করা হয়।

কৃষক দলের আহ্বায়ক মোঃ রিপন রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন, আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নাই।