কুড়িগ্রামে উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

মো: এরশাদুল হক, কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে ভাঙচুর ও লুটপাটের মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামানকে (৬২) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের গোবর্ধন দোলা এলাকার মৃত সাহ উদ্দিনের ছেলে। তিনি রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, আজ শুক্রবার আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামানকে নিজ বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আবুনুর ১নং এজাহার নামীয় আসামি। ২০১৩ সালে রাজারহাট বাজারের হান্নান আলী নামে এক কাপড় ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুটপাট করে। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।

রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা কালবেলাকে বলেন, ভাঙচুর ও লুটপাটের মামলায় আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে ৩টার ‍দিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।