কালীগঞ্জে ১৪০০ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিল কৃষি বিভাগ, গোটা জেলা ব্যাপি  প্রশংসায় ভাসছে

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধান(২)ঃ
পরিবেশ রক্ষায় ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার ২৪টি স্কুল ও মাদ্রাসার ১৪০০ শিক্ষার্থীর মাঝে জাম, বেল, নিম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। ‘জাতীয় প্রণোদনা কর্মসূচি ২০২৪–২৫’ অর্থবছরের আওতায় এ কর্মসূচি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে চারটি করে ফলজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। উদ্যোক্তাদের প্রত্যাশা, এতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান, ফলজ গাছ, সবজি বীজ, রাসায়নিক সারসহ অন্যান্য কৃষি উপকরণও বিতরণ করা হচ্ছে। এর আগে তাল ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। কৃষক ও শিক্ষার্থী—দুই পক্ষকেই পরিবেশ সচেতনতায় যুক্ত করা হচ্ছে। ইউএনও দিদারুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষা শুধুই সরকারি দায়িত্ব নয়, এটি নৈতিক দায়িত্বও। একটি গাছ শুধু ছায়া দেয় না—জীবন রক্ষা করে, জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সহায়তা করে। শিক্ষার্থীরা আজ যদি গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলে, আগামীতে গড়ে উঠবে সবুজ, টেকসই সমাজ।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এমদাদুল হাসান, একাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম, শিক্ষক সমিতির সভাপতি কামারুজ্জামানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।