কালীগঞ্জে লেগুনা চালকদের চাঁদাবাজির বিরুদ্ধেজেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ, লেগুনা চলাচল বন্ধ রেখে প্রতিবাদ

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুরনা বিভাগীয় প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা লেগুনা মালিক ও চালক সমিতির সদস্যরা চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়েছেন। এবিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে তারা জেলা প্রশাসকের বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র মাধ্যমে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার ভেন্নাতলা গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে লিটন মন্ডল ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে লেগুনার ষ্টাটার হিসেবে কর্মরত। তিনি প্রতিদিন প্রতিটি লেগুনা গাড়ি থেকে ১২০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করছেন।
চালক ও মালিকদের দাবি, এই পরিমাণ অর্থ প্রতিদিন প্রদান করা তাদের পক্ষে সম্ভব নয়। এছাড়াও অভিযোগে আরও বলা হয়, লিটন মন্ডল পুলিশের নাম ব্যবহার করে প্রায় ৭০টি গাড়ির কাছ থেকে প্রতিমাসে ৩০০ টাকা করে চাঁদা আদায় করছেন। এই চাঁদাবাজির কারণে চালক ও মালিকরা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন।
চাঁদাবাজির এই চক্রের বিরুদ্ধে কার্য্যকারি ব্যবস্থা গ্রহণের দাবিতে লেগুনা চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে চালকরা লিখিতভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এরি ফলে ভোগান্তিতে পড়েছে লেগুনায় চলাচল কারি ঝিনাইদহ-যশোর মহাসড়কের যাত্রিরা।
এ ব্যাপারে অভিযুক্ত লিটনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।