কালীগঞ্জে গৃহবধু ধর্ষণের চেষ্টা, হামলার অভিযোগ, এলাকা আতঙ্ক

মোঃ আবু সাইদ শওকত আলী, 
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও পরে তার পরিবারে হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রধান অভিযুক্ত রমজান আলী প্রথমে গৃহবধুর ঘরে ঢুকে অসৎ উদ্দেশ্যে তাকে জড়িয়ে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়। ২৮ জুন রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ১ জুলাই স্থানীয়ভাবে আপোষ হলেও ৫ জুলাই দুপুরে অভিযুক্ত রমজানসহ ৯ জন এবং অজ্ঞাত আরও ৫/৬ জন দেশীয় অস্ত্রসহ গৃহবধুর বাড়িতে হামলা চালায়। তারা গৃহবধুর স্বামী, শ্বশুর ও দেবরকে মারধর করে এবং ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। গৃহবধু কালীগঞ্জ থানায় ৯ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী নারী অভিযোগ দিয়েছেন। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।