কানাইঘাটে অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ২৫০তম ব্যাচের সার্টিফিকেট পরীক্ষা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

IMG-20250907-WA0005

রাব্বি হাসনাত ইমন, কানাইঘাট প্রতিনিধি:

যুব উন্নয়ন কম্পিউটার এন্ড শর্টহ্যান্ড প্রশিক্ষণ কেন্দ্র, কানাইঘাট শাখা-১৭১ এর আওতাধীন অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ২৫০তম ব্যাচের অফিস অ্যাপ্লিকেশন (৬ মাস মেয়াদী) কোর্সের সার্টিফিকেট পরীক্ষা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে গাছবাড়ি আইডিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ পরীক্ষায় মোট ৩০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। দীর্ঘ ছয় মাসের প্রশিক্ষণ শেষে এই সার্টিফিকেট পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতার মূল্যায়নের সুযোগ পান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ছিলেনঃ

জয়নাল আজাদ, ক্রীড়া সম্পাদক, কানাইঘাট প্রেস ক্লাব

মামুন চৌধুরী, পরিচালক, আধুনিক টিভি

হাবিবুর রহমান, অর্থনীতি প্রভাষক, গাছবাড়ি আইডিয়াল ডিগ্রি কলেজ

ফিরোজ বখত, প্রভাষক, গাছবাড়ি জামিউল উলূম কামিল মাদ্রাসা

আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসা

নাজিম হুসেন, প্রধান শিক্ষক, লামা দলইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়

মোস্তাক আহমেদ, পরিচালক, জে নেট ইন্টারনেট কোম্পানি ও অপশন কম্পিউটার ইনস্টিটিউট

আবুল কালাম আজাদ, ক্যাশ ইনচার্জ, ইসলামী ব্যাংক লিমিটেড (গাছবাড়ি শাখা) ও পরিচালক, অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট

আব্দুল্লাহ আল মামুন, ৪ নং ওয়ার্ড সদস্য, ৮ নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ

মোঃ সালাহ উদ্দিন, এমডি ও প্রশিক্ষক, অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট

তারেকুর রহমান, সিনিয়র প্রশিক্ষক, অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট

আব্দুল্লাহ ইবনে ফাহাদ, প্রশিক্ষক, অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট

আব্দুল্লাহ আল তামিম, প্রশিক্ষক, অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট

সভাপতিত্ব ও সঞ্চালনা

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব নরুল ইসলাম নুরু, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট।
সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষক আদনান আহমদ ও ফাতিমা আক্তার শিল্পী।

গুরুত্ব ও প্রভাব

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের যুগে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। আইটি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। বিশেষ করে কানাইঘাটের মতো উপজেলার তরুণ সমাজকে কর্মমুখী করার ক্ষেত্রে অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের অবদান অনস্বীকার্য।

প্রশিক্ষণ শেষে সার্টিফিকেটপ্রাপ্ত শিক্ষার্থীরা শুধু চাকরির বাজারে প্রতিযোগিতা করতে পারবে না, বরং নিজেরাও ফ্রিল্যান্সিং, আইটি সার্ভিস, ডাটা এন্ট্রি এবং অফিস ম্যানেজমেন্টে কাজ করার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। এ ছাড়াও তথ্যপ্রযুক্তি দক্ষতার মাধ্যমে তরুণরা সমাজে নেতৃত্বের ভূমিকা পালন করবে, যা দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেবে।

অতিথিরা আশা প্রকাশ করেন, আগামী দিনে অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আরও প্রশিক্ষণার্থীদের দক্ষ করে গড়ে তুলবে এবং শিক্ষিত বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

You may have missed