কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্টের আওতায় উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।

IMG-20250910-WA0022

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্টের আওতায় উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

টিএমএসএস কাঁঠালবাড়ি শাখা পিপিইপিপি- ইইউ প্রকল্পের আওতায় কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্টের আওতায় উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা (ইউএনও ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে) আয়োজন করা হয়। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, টিও (সিএম) উম্মে কুলসুম রোজী,,টিএমএসএস পিপিইপিপি-ইইউ প্রকল্প। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। আরো উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার, কৃষি অফিসার,, পিআইও,, যুব উন্নয়ন অফিসার,, আইসিটি অফিসার ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।উপস্থিতি ছিলেন রিজিয়ন প্রধান,শাখা প্রধান, টিও,এটিও,পিভিসি থেকে আসা সদস্যবৃন্দ।
সভার শুরুতে প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আলোচনা করা হয় এবং ৩ টি মূল কম্পোন্টেটের এর কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় বিভিন্ন দপ্তর থেকে আগত কর্মকর্তাগনের তাদের দাপ্তরিক কার্যক্রম ও সুযোগ- সুবিধা নিয়ে আলোচনা করা হয়।