এহ্সান এন্ড মুলাইট গার্মেন্টস লিমিটেড ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪


মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর রিপোর্টা
গাজীপুর সিটি করপোরেশন ৩৭ নং ওয়ার্ডে গাছা স্কুল মাঠে বিকাল ১২টা ৩০ মিনিটে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় । খেলা পরিচালনা এবং সার্বিক সহযোগিতা করেন শেখ নিজামুল হক (জি এম ) এহ্সান এন্ড মুলাইট গার্মেন্টস লিমিটেড । খেলা সভাপতি দায়িত্ব পালনের ‌ ছিলেন আদনান বাতেন শাহিনুর ইসলাম( প্রোডাকশন কোন্টার ) এহ্সান এন্ড মুলাইট গার্মেন্টস লিমিটেড মোঃ জাকিরা হোসেন অ্যাকাউন্ট আই ডিপার্টমেন্ট এহ্সান এন্ড মুলাইট গার্মেন্টস লিমিটেড আবুল নাসের (ডি জি এম ) এহ্সান এন্ড মুলাইট গার্মেন্টস লিমিটেড আতারোর রহমান এস আর সিনিয়র অফিসার এহ্সান এন্ড মুলাইট গার্মেন্টস লিমিটেড খেলা কমিটির দায়িত্ব পালন করেন শাহিন আলম টিটু ইসলাম সাজ্জাদ হোসেন জাকারিয়া চৌধুরী অ্যাম্পিয়ার দায়িত্ব পালনের ছিলেন আলি মারজান ডাঃ মোঃ রাসেল আনিছুর রহমান এনামুল হক।
১৫ নভেম্বর শুক্রবার ২০২৪ ইং
গাছা স্কুল মাঠ।
গাজীপুর সিটি করপোরেশন।