এসএন শিপ ইয়ার্ড জরিমান ও তিন মাস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি
মোঃ ওমর ফারুক রকি

সীতাকুন্ড সোনাইছড়ি উপকূলের এসএন কর্পোরেশন শিপব্রেকিং ইয়ার্ড বিস্ফোরণে প্রাণহানি ঘটনায় ২৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইয়ার্ড় মালিক জরিমানার অর্থ সহ ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েনশনের (বিএসবিআরএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন আহমেদ।
জরিমানা ছাড়াও শিল্প মন্ত্রণালয় শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে তিন মাসের জন্য ইয়ার্ডের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

গত ৭/৯/২০২৩ ইং তারিখে এই ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে বিস্ফোরণ গুরুতর আহত ১২ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কিন্তু, আটজনের অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদের আটজনকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউটটে চিকিৎসার জন্য পাঠানো হয়।
সেখানে, চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। অন্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের সময় স্ক্র্যাপ জাহাজের পাম্প কক্ষে কাটিংয়ের কাজ করছিলেন তারা। শিল্প মন্ত্রণালয়ের এক নির্দেশনায় নিহতদের পরিবারকে ৭ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। আহত শ্রমিকদের ১২ মাসের বেতনের সঙ্গে ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের চিকিৎসার সকল ব্যয় বহন করতে হবে।

শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটির অনুসন্ধান প্রতিবেদক অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়। এসএন শিপ ইয়ার্ড কর্তৃপক্ষ সাম্প্রতিক জরিমানার টাকা পরিশোধ করেছে।
জরিমানার মধ্যে রয়েছে নিরাপত্তা লঙ্ঘনের জন্য ১০ লক্ষ টাকা, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থতার জন্য এক লক্ষ টাকা, এবং অপারেশনাল অসদাচরণের জন্য ১০ লক্ষ টাকা। এছাড়া,একটি ধারার অধীনে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তিন মাসের জন্য ইয়ার্ড় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

You may have missed