এবি যুব পার্টির সদস্য সচিব (গাজীপুর)সুলতানা রাজিয়ার জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের ফুল্লে শুভেচ্ছা
বি বি সি নিউজ ২৪ পরিবার
এবি যুব পার্টি গাজীপুর জেলা ও মহানগর এর সদস্য সচিব সুলতানা রাজিয়ার জন্মদিনে এবি যুব পার্টি গাজীপুর জেলা ও মহানগর এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন রইল।
সভাপতি তো করেন এবি যুব পার্টি গাজীপুর জেলা ও মহানগর এর আহবায়ক মাসুদ জমাদ্দার রানা উপস্থিত ছিলেন এবি পার্টি গাজীপুর মহানগর এর সদস্য সচিব এম আমজাদ খান সহকারী সদস্য সচিব রাজিয়া বেগম। এবং bbc news24 এর সম্পাদক ও প্রকাশক ডা. কাজী সোহেল রানা, নিজস্ব প্রতিবেদক তারেক রহমান ফয়সাল সহ এবি যুবপার্টি আহ্বায়ক কেন্দুয়া উপজেলা,নেএকোনা জেলা কেন্দ্রীয় কমিটি।
মো: আব্দুল জলিল সদস্য কেন্দুয়া উপজেলা ও
গাছা থানার আহ্বায়ক মোঃ সোহেল মিয়া সদস্য সচিব নাসির হাওলাদার মোঃ রাশেদ মিয়া মোহাম্মদ জুয়েল মোল্লা মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ। আরো স্হানীয় নেতা ও নেত্রী বৃন্দরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছান্তে বিবিসি নিউজ এর সম্পাদক কাজী সোহেল রানা বলেন, “`এই দিনে তুমি এসেছিলে ভবে, কেঁদে ছিলে তুমি হেসেছিলো সবে। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই প্রত্যাশা করে সকলে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।।।