এক্সিডেন্টে মায়ের মৃত্যু আজও খোজ মেলেনি অবুঝ শিশুটির পরিবারের
কাজি সোহেল রানা : নাম পরিচয় হীন এই বাচ্চা ও তার মা ঢাকা – ময়মনসিংহ সড়কের ভালুকায় রোড এক্সিডেন্টের কবলে পরে গত ১০/৫/২৪ তারিখে। রাস্তার পাশে লোকজন উদ্ধারের নামে আহত শিশু ও তার মা এর কাছে থাকা প্রয়োজনীয় মোবাইল এবং স্বর্ণ অলংকার চুরি করে সরে যায়।পরবর্তীতে রাস্তায় থাকা পুলিশ মা ও শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল ভর্তি করিয়ে দেয়। ঐদিনিই ১০ /৫/২০২৪ আনুমানিক রাত ৭.৩০ টায় বাচ্চাটির মা মৃত্যু বরণ করেন তবে উক্ত মায়ের নাম পরিচয় জানাযায়নি । মা হারা বাচ্চাটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল এর পুরাতন বিল্ডিং শিশু বিভাগের ২৬ নাম্বার ওয়ার্ডে ভর্তি আছে। এখন পর্যন্ত এই বাচ্চার বা মায়ের কোন আত্মীয় স্বজনদের খোঁজ মেলেনি। যদি বাচ্চাটাকে কেউ চিনতে পারেন ওর আত্মীয়- স্বজনদের খোঁজ দেয়ার জন্য অনুরোধ রইলো। বাচ্চাট সম্পূর্ণ সজন হারা অবস্থায় হাসপাতালে অনন্য রোগীদের কাছে পড়ে আছে। অসহায় শিশুটির পরিবার কে খুজে দিয়ে সাহায্য করার জন্য সকলকে বিশেষ অনুরোধ করছি
সেই সাথে সংবাদটি সেয়ার করে বা সোসাল মিডিয়ার ম্যাধ্যমে সকলের কাছ পৌঁছে দিয়ে অবুঝ শিশুটির পাচে দাড়াবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। সবাই পারলে একটু পোষ্টটা শেয়ার করে দিবেন, যেন ওদের কেউ আত্মীয় স্বজন খোঁজে পায়
যোগাযোগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ২৬ নম্বর ওয়ার্ড পুরাতন বিল্ডিং।