উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের উত্তর মোহনপুর ব্রিজের উপর উপর রাস্তার বেহাল বেহাল

IMG-20250521-WA0091

উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার
২ নং বাঈালা ইউনিয়নের উত্তর পিয়ারা মোহনপুর ব্রিজের ব্রিজের ওপর রাস্তার অবস্থা অবস্থা, গাড়ি চলাচল করতে পারে পারে না। না। না। রাস্তায় যেখানে ২ টা গাড়ি অনায়াসে চলাচল করতে করতে পারবে সেখানে গাড়ি গাড়ি চলাচল করতে পারে না। রাস্তার উপরে খড় দেওয়ার কারনে যে কোন সময় সময় দুর্ঘটনা ঘটতে ঘটতে দুই পাশে খড় দেওয়ার কারনে কারনে পিচ্ছিল জায়গা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অর্ধেকের বেশি জায়গা দখল করে রাখছে ধান ধান দিয়ে। দুই পাশে রাস্তা বন্ধ করে রাখছে খড় খড় আর ধান রেখে।