উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ কতৃক আয়োজিত ঈদে মিলাদুন নবী সাঃ উৎযাপিত
আহমদ রেজা,চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি
উত্তর বন্দর এলাকাবাসীর পক্ষে উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ কতৃক আয়োজিত ঈদে মিলাদুন নবী সাঃ উৎযাপান উপলক্ষে উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মিলাদ কমিটির উদ্যোগে। ৩ দিন ব্যেপি পবিত্র মিলাদ মাহফিল ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় ৩ টি গরু জবাই করে। এলাকাবাসীদের মাঝে শুক্রবার ভোরে তোবরক বিতারাণ সহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সেই সাথে প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) জম্ম বার্ষীকি উপলক্ষে সকলে সার্বিক সহযোগিতা ও মিলাদ মাহফিল দায়িত্ব পালন করছে উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব,মাওলানা মাহফুজুর রহমান তথ্যবধায়নে।
মসজিদের মিলাদ কমিটির উদ্যোগে উপস্থিত ছিলেন আলহাজ্ব জনাব মিজানুর রহমান, মুবারক মিয়া,এমদাদ হোসেন চৌধুরী,মো কাশেম,তাহের,আলহাজ্ব শফি সওদাগর, আক্তার হোসেন,মজিবুর রহমান বুলু,এবাদুল হক মান্নান,আহমদ রেজা,আবছার মেম্বার প্রমুখ। মিলাদ পরিচালনায় প্রথম দিন অধিবেশন করেন মওলানা আবদুল্লাহ আদিল আলকাদেরী, ২য় অধিবেশন করেন আলহাজ্ব শহীদুল ইসলাম আলকাদেরী, ৩য় অধিবেশনে অংশগ্রহণ করেন মাওলানা শাহ জাহান চৌধুরী আলকাদেরী,প্রিয় নবী জন্মদিন উপলক্ষে সকলের মুরব্বিদের ইছালে দোয়া সহ শুক্রবার ভোরে ফজরের নামাযের মোনাজাত সম্পন্ন করে মাওলানা মাহফুজুর রাহমান আলকাদেরী