ঈদ বস্ত্র বিতরণকালে সেখ জুয়েল এমপি নবী করিম (স:) এর আদর্শকে প্রতিপালন করতে সকলকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে
মো : আমিরুল ইসলাম , খুলনা:
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, দরিদ্র মানুষের সেবা করা উম্মতে মোহাম্মদীর দায়িত্ব ও কর্তব্য। আমরা নবী করিম (স:)-এর উম্মত হিসেবে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকাও সুন্নত। নবী করিম (স:) এর আদর্শকে প্রতিপালন করতে সকলকে একযোগে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি আরো বলেন, যাকাত ফেতরার সুষম বন্টন করলে দেশে কোন দরিদ্র মানুষ থাকবে না। এতে যেমন আল্লাহর হুকুম পালন করা হবে তেমনি নিজের সম্পদেরও বরকত হবে। সুতরাং সমাজের সকল ধনী ব্যক্তিদের যাকাত ও ফেতরার সুষম বন্টন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজে আসবে। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে লায়ন্স স্কুল এ্যান্ড কলেজে ঈদ বস্ত্র বিতরণ এবং বিকালে ১৬নং ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আলী আকবর টিপু, মহানগর আওয়মাী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর যুবলীগ সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, মো. হাফিজুর রহমান হাফিজ, মো. রুহুল আমিন হাওলাদার, ড. সাঈদুর রহমান, অধ্যক্ষ বাদশা খান, সহ-অধ্যক্ষ গাউসুল আজম, মো. জাকির হোসেন, মো. আমিরুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা মো. মাহমুদুল হাসান সুজন, মাহমুদুর রহমান রাজেশ, রাহুল সাহরিয়ারসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।###