ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও শহীদ তানজিল মাহমুদ সুজয় কবর জিয়ারত করলেন সালাউদ্দিন ভূঁইয়া শিশির

মোঃ জানে আলম রনি ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব অঞ্চলের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও বিটঘর গ্রামের কৃতি সন্তান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তানজিল মাহমুদ সুজয় কবর জিয়ারত, ও নগদ অর্থ প্রদান করেছেন, বিটঘর স্থানীয় কবরস্থানে, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত
পূর্ব অঞ্চলের বিভিন্ন এলাকার হাট বাজারের সব দোকানি ও বাজারে আসা সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং গনসংযোগ করেন তিনি ।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন
নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করিম,
নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলম ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন ভুইয়া,
এডভোকেট আমজাদ ভুইয়া, ইঞ্জিনিয়ার
রেজাউল হোসেন ভুইয়া সহ – উপজেলার বিএনপির, ইউনিয়ন বিএনপি-র , যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের গণ্যমাণ্য নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির বলেন, শৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের নবীনগর উপজেলার বিটঘর গ্রামের সন্তান তানজিল মাহমুদ সুজয় পুলিশের গুলিতে নিহত হয়েছেন৷ আমরা বিটঘর কেন্দ্রীয় কবরস্থানে উপস্থিত হয়ে শহিদ সুজয়ের কবর জিয়ারত করেছি। আমরা শহীদ তানজিল মাহমুদ সুজয় সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের জন্য দোয়া করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
শুভেচ্ছা বিনিময় শেষে শিবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মরহুম হোসেন আহমেদ এর কবর জিয়ারত করেন তিনি