ঈদ-উল ফিতর উপলক্ষে বান্দরবানে,বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়

ঈদ-উল ফিতর উপলক্ষে বান্দরবান লামা চাম্পাতলী, বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ১২- আনসার ব্যাটালিয়নের মাঠে,অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২- আনসার ব্যাটালিয়নের উপ অধিনায়ক মোঃ শাহজাহান সাহেব ও কোম্পানি অধিনায়ক মোঃ মনিরুল ইসলাম সাহেব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপি প্রশিক্ষণ বিষয় সম্পাদক মোঃ নুরুল আলম,পৌর ১-নং ওয়ার্ড কাউন্সিল মোঃ ফরিদুল আলম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আলমগীর, হোসেন, সার্জেন্ট মহম্মদ জাহাঙ্গীর আলম, পিসি মোঃ শামসুল আলম, মোহাম্মদ তপন মাস্টার, খেলাটি পরিচালনা করেন ১২ আনসার ব্যাটালিয়নের ল্যান্স কর্পোরাল মোঃ সেলিম, মোঃ শাকিল, উত্তম।
বিবাহিত ও অবিবাহিত দলের উপদেষ্টা হিসেবে ছিলেন, উপজেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম, বিবাহিত দলের:- টিম অধিনায়ক হিসেবে ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন, খেলোয়াড় বিন্দু গন মাসুদ, সুজন, মোস্তাফিজুর, তারেক, মোবারক, শাকিল, ফাহিম, ফয়সাল, শাকিল আর্মি, রবিউল, শান্ত, মোবারক, লোকমান, ইউসুফ, শাহ আলম, মেহেদী, শফি, জিসান,
অবিবাহিত দলের:- টিম অধিনায়ক হিসেবে ছিলেন মোঃ ওসমান,খেলোয়াড় বিন্দু গন ইমরান, ফাহিম, হৃদয়, নাদিম, মোহন, রায়হান, বাপ্পি, রমজান, জাহিদ, শামীম, রিয়াদ, ইউসুফ, জীবন, মাকসুদ,
বিবাহিত দল অবিবাহিত দলকে ০৫- গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন, অবিবাহিত দল বিবাহিত দলকে ০২-গোল দিয়ে রানার আপ হন। খেলা শেষে ১২ অঞ্চল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি করেন।