ইসরাইল আয়রন ড্রোনেও ফেরাতে পারছেনা হুতীদের ক্ষেপেনাস্ত্র

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- যুদ্ধ বিরতির চুক্তি ভঙ্গ করে ফাঁটা বাঁশের চিবিতে এখন ইসরাইল। বিশ্বের ১৪তম শক্তিধর ইরান, মিশর, লেবানন, ইয়ামেন ও সৌদি আরব সহ বেশ কয়েকটি মুসলিম দেশ ইসরাইলের বিরুদ্ধে একজোট হওয়ায় চোখে সর্ষে ফুল দেখছে মুসলিম বিদ্বেষী ইসরাইল। ইসরাইলী
বিমান বন্দর অনবরত হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে বীর যোদ্ধারা। দেশটির সাবেক প্রধান বিচারপতি আহারুন বারাক জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতিনিয়াহু যুদ্ধের চুক্তি ভেঙ্গে গাজায় হামলা চালালে মুসলিম দেশগুলোর পাল্টা হামলায় ইসরাইল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফুঁসে ওঠেছে ইসরাইলের লোকজন। এর প্রতিবাদে তারা বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে। তারপরও থামছেনা নেতিনিয়াহু। পাল্টা হামলার হুমকি দিয়ে হামলা অব‍্যাহত রেখেছে। অপরদিকে ইতিমধ্যে ইরান সহ মুসলিম দেশগুলো বিশ্বের মানচিত্র থেকে ইসলামের দুশমন ইসরাইলকে মুছে ফেলার ধ্বংসের ঘোষণা দিয়েছে। ট্রাম্প গাজার ধ্বংসের লক্ষ্যে যুদ্ধের পক্ষ অবলম্বন করে এর খেসারত দিচ্ছে হাড়ে হাড়ে। সমুদ্রে তাদের জাহাজ হুথিরা টার্গেট করে অনবরত হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে।