ইন্টারনেট টাওয়ার নির্মানের প্রতারণার ফাঁদে ফেলে ২৪ লক্ষ টাকা আত্মসাৎ
K.R Alam:
(Special correspondent)
ঘটনা ও গ্রেফতারের বিস্তারিত:
যশোর
জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় দীর্ঘ ১ মাস যাবৎ অজ্ঞাত ব্যক্তিরা ছদ্মনাম ব্যবহার করে যশোর অভয়নগর থানাধীন গুয়াখোলা সাকিনে জনৈক গোলাম মোস্তফার বাড়ির নীচ তলার ফ্ল্যাট ভাড়া নিয়ে কথিত ইন্টারনেট জেবি নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের প্রলোভনের ফাঁদে ফেলে মনিরামপুর ছিলিমপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী মোঃ মমিনুর রহমানের নিকট থেকে গত ইং ০৮/০৭/২০২৪ তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় ২৪ লক্ষ টাকা নগদ নিয়ে পালিয়ে যায় চক্রটি।
এই সংক্রান্তে মমিনুর রহমান বাদি হয়ে অভয়নগর থানায় এজাহার দায়ের করলে অভয়নগর থানার মামলা নং-০৫ তাং-১১/০৭/২০২৪ ধারা-৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, আব্দুল্লাহ আল-মামুন, এএসআই কামরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহযোগীতায় অপরাধীদের সনাক্ত করে ১১ জুলাই বিকাল হতে ১২ জুলাই ভোর পযন্ত নারায়নগঞ্জ জেলায় ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে তাদের হেফাজত হতে প্রতারণা পূর্বক আত্মসাৎকৃত ২৪ লক্ষ টাকার মধ্যে ৮,৮০,০০০/- ( আট লক্ষ আশি হাজার) টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীগণ সারা দেশব্যাপী প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে বলে জানা গেছে।
আসামীরা দেশের বিভিন্ন স্থানে প্রতারণার উদ্দেশ্যে ঘর ভাড়া করে কথিত অফিস খোলে এলাকায় স্কুল, কলেজ, হাসপাতাল নির্মানের জন্য জায়গা ক্রয়, বিল্ডিং এর উপর কথিত ইন্টারনেট টাওয়ার নির্মান ইত্যাদির প্রলোভনের ফাঁদে ফেলে কৌশলে মোটা অংকের টাকা নিয়ে আত্মসাৎ করে মর্মে তথ্য প্রমান পাওয়া যায়। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আসামীর তথ্যঃ
১. মোঃ রেজাউল করিম (৫৫), পিতা- মৃত আব্দুর রশিদ, মাতা- রাবেয়া খাতুন , সাং- লোহাকুড়া , থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা,
২. মোঃ রফিকুল ইসলাম (৫৮), পিতা- মৃত হাজী বাচ্চু মিয়া , মাতা- রোকেয়া বেগম , সাং – বেড়কোটা, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর বর্তমান ঠিকানা – মিজমিজি পূর্বপাড়া, আল আমিন নগর জয়নাল সভাপতির বাসার ভাড়াটিয়া, থানা- সিদ্ধিরগঞ্জ জেলা – নারায়ণগঞ্জ।
উদ্ধারকৃত আলামতঃ
১। নগদ উদ্ধার-৮,৮০,০০০/- টাকা।
২। আসামীদের ব্যবহৃত ৩টি মোবাইল।
৩। ২টি ফাইল কভার ( যার মধ্যে কথিত JB NETWORK TOWER আবেদন ফরম।