আহত পুলিশ সদস্যদের দেখতে গেলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

শনিবার বিএনপি’র সমাবেশের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল পুলিশ সদস্য নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন তাদের সুস্থতার সার্বক্ষণিক তদারকি করছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি থাকা চার পুলিশ সদস্যের খোঁজখবর নিতে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ডিএমপি কমিশনার।

সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে আসেন।

প্রথমে পুরাতন ভবনের আইসিইউতে থাকা পুলিশ সদস্য (নায়েক) আব্দুর রাজ্জাক চিকিৎসার খোজ খবর নেন।পরে হাসপাতালে ভিবিন্ন ওয়ার্ডে থাকা আরো দুই পুলিশ সদস্যার পাশাপাশি সমাবেশের ঘটনায় আহত আনসার সদস্যর খোঁজখবর নেন।


কমিশনার হাবিবুর রহমান প্রতিটি ওয়ার্ডে গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।শুরু থেকেই তাদের চিকিৎসায় সার্বিক সহযোগিতা করে যাচ্ছে ডিএমপি।

তিনি আহত পুলিশ সদস্য ও স্বজনদের বলেন, চিকিৎসার প্রয়োজনে যদি বিদেশে নিতে হয় সেখানে নিয়ে আপনাদের চিকিৎসা করা হবে 
আপনারা কেউ চিন্তা করবেন না।

ভর্তি থাকা অন্য দুইজন পুলিশ সদস্যসদস্য হলেন আব্দুস সামাদ,জাহিদ। এছাড়া বিএনপি কর্মীদের হামলায় আহত হোসাইন নামে একজন আনসার সদস্যও চিকিৎসাধীন রয়েছেন।