আশ্রয় নাই, এসো তাদের পাশে দাড়ায়।জন অমৃত মন্ডল


মুজিবনগর প্রতিনিধি
সব হারানো মানুষের আশ্রয় নাই,এসো আমরা তাদের পাশে দাঁড়াই” । এই স্লোগানকে ধারণ করে মেহেরপুর জেলা ব্যথিত সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের সাহায্য করার লক্ষ্যে পথ কনসাটের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে এলাকায় এ প্রথম কনসার্ট অনুষ্ঠিত হয়। মেহেরপুর অরণীর সভাপতি নিশান সাবেরের সঞ্চালনায় পথ কনসার্টে সংগীত পরিবেশন করেন শিল্পী উদয়, দেলোয়ার, পাপিয়া, রিজবুল, নিলু, সাইফুল প্রমূখ। পথ কনসার্ট থেকে অর্জিত অর্থ বন্যা কবলিত এলাকার বন্যার্তদের মাঝে প্রদান করা হবে।

You may have missed