আশুলিয়ায় তক্ষক উদ্ধার, ‘ক্রেতা-বিক্রেতা’ গ্রেপ্তার
ঢাকার আশুলিয়া থেকে বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রাণীটির ক্রেতা ও বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকা থেকে তক্ষকসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান।
গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকার তোফাজ্জল হোসেন (৩৮) ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বিনদগালা গ্রামের মো. রেজাউল ইসলাম (৪৫)। রেজাউল ওই এলাকায় বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন।
এসআই আবুল হাসান জানান, বন্যপ্রাণী তক্ষক কেনা-বেচার জন্য আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকায় কয়েকজন লোক অবস্থানের খবরে সেখানে অভিযান চালান হয়। পরে খাঁচার বন্দি অবস্থায় তক্ষকটিসহ তোফাজ্জল হোসেন ও রেজাউল ইসলাম গ্রেপ্তার হন।
পুলিশ জানায়, তোফাজ্জল তক্ষকটি বিক্রি এবং রেজাউল ইসলাম ক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
তোফাজ্জাল তক্ষকটি কোনো এলাকা থেকে কীভাবে সংগ্রহ করেছেন সে ব্যাপারে এখনও তথ্য জানায়নি পুলিশ।
এসআই আবুল হাসান আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।