আলমডাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি মূলক অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমান

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, আবদুল্লাহ আল মামুন:-

‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ ও খাদ্যসামগ্রী, কীটনাশক, সার ও বীজের দোকানগুলো তদারকি করা হয়।

‎অভিযান কালে লাইসেন্স নবায়ন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী মেসার্স সুমন বীজ ভান্ডারকে ৩,০০০ টাকা এবং নির্ধারিত মূল্য তালিকা না থাকা ও খুচরা বিক্রয় মূল্যবিহীন বিক্রির কারণে আইনটির ৩৭ ধারা অনুযায়ী মেসার্স দাস স্টোরকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। এই দুই প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দ্রুততম সময়ে সংশ্লিষ্ট অনিয়ম সমূহ সমাধান করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

‎অভিযান চলাকালে বাজারের ফলের দোকান, শিশু খাদ্য বিক্রেতা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্যের দোকানগুলো পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক ও নির্ধারিত দামের পণ্য বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা জনাব সালমা জাহান নিপা, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মাহফুজ আলম, ক্লাব প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং আলমডাঙ্গা উপজেলা পুলিশের একটি টিম।

‎জনস্বার্থে এ ধরনের তদারকি মূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


‎আব্দুল্লাহ আল মামুন
‎চুয়াডাঙ্গা
‎০১৯৪৬-১২৬৩৩১