আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনাল খেলা ৪৫ মিনিট দেরি হবার কারন

কাজি সোহেল রানা কলম্বিয়া-উরুগুয়ের সেমিফাইনাল শেষে ম্যাচে লঙ্কাকাণ্ড বেঁধে গিয়েছিল খেলোয়াড় ও দর্শকদের মধ্যে। সহিংসতা ছড়িয়ে পড়েছিল গ্যালারিতে। সেই ঘটনার তদন্ত চলমান। এরই মধ্যে দর্শক-সমর্থকরা হইচই বাঁধালো ফাইনালের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়ামের বাইরে। গেটের সামনে তাদের হুড়োহুড়িতে আধঘণ্টা পেছায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার কোপা আমেরিকা ফাইনাল। পরে তা বেড়ে দাঁড়ায় ৪৫ মিনিটে!

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় খেলা শুরুর কথা ছিল। কিন্তু দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা ঘণ্টাখানেক আগে এক্স-এ জানায়, ৩০ মিনিট পিছিয়েছে খেলা। তারা লিখেছে, ‘আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই টিকিট ছাড়া স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা টিকিট কিনেছেন, তাদেরই কেবল গেট খোলার পর ঢুকতে দেওয়া হবে। আমরা আপনাদের আরও জানিয়ে রাখছি, ম্যাচ ৩০ মিনিট দেরিতে শুরু হবে, রাত ৮-৩০ মিনিটে।’

বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, সেটা এখন শুরু হবে সাড়ে ৬টা ৪৫ মিনিটে।

আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনাল দেখতে শত শত দর্শক সমর্থকরা লাইনে দাঁড়িয়ে ছিল। কিন্তু ৫টার সময় গেট খোলার কথা থাকলেও আরও এক ঘণ্টা বন্ধ থাকায় ধৈর্য হারান তারা। 

নিরাপত্তা কর্মীরা জানিয়েছে, গেটগুলো খেলার সময় জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন ভক্তরা। এজন্য গেটগুলো বন্ধ রাখা হয়েছে।

ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, শত শত ভক্ত তাড়াহুড়ো করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। ম্যাচের টিকিট তাদের কাছে ছিল কি না সন্দেহ প্রকাশ করেন তিনি।

এই উচ্ছৃঙ্খল অবস্থার বর্ণনা দিয়ে ডেভিড ফার্নান্দেজ নামের এক কলম্বিয়ান ভক্ত বলেছেন, ‘একেবারে বাজে অবস্থা, লোকেরা যেন পাগল হয়ে গেছে। তারা অপেক্ষা করতে চাইছিল না। যে যেভাবে পারে ঢোকার চেষ্টা করেছে। তারা তিনটি ভিন্ন সময়ে গেট খুলেছে। দুই থেকে তিন মিনিট অবস্থা ভালো ছিল, তারপর সবাই হুড়োহুড়ি করে।

You may have missed