আরিফুল ইসলাম কাজল বর্তমানে জনপ্রিয় সংগীত শিল্পী

নিউজ ডেস্কঃ

আরিফুল ইসলাম কাজল বাংলাদেশের বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার,সংগীত শিল্পী, সিনিয়র কলম যোদ্ধা।
কাজল বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবে র সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, অবহেলিত ও অসহায়ের পাশে আছেন এবং তিনি আজীবন মানব সেবায় থাকবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন এ ঢাকা ১২ আসনের একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমজনতার নিরপেক্ষ নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন,,
( ফিরে পাক ভোটাধিকার–নেতা হোক জনতার )

তিনি বলেন, ঢাকা ১২ আসনের আপামর আমজনতা সবাই আমার আপনজন, ধনী গরীবের ব্যবধান না থাকুক ১২ আসনের ভোটারদের মাঝে,
দলমত নির্বিশেষে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন চান তিনি।
কাজল বলেন আমার সততাই আমার অহংকার,, আমজনতার ভালবাসাই আমার সম্পদ ১২ আসনের শিক্ষার মান উন্নয়ন ও মাদক মুক্ত ১২ আসন গঠনে তিনি আজীবন কাজ করতে বদ্ধপরিকর।