আব্দুল হাই ল ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারের আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
আব্দুল হাই ল ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারের আয়োজনে সুষ্ঠু সমাজ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে সবার জন্য মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে খুলনার জেলা আইনজীবী সমিতির ৩য় তলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবদুল হাই ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক এডভোকেট শফিউল আলম সুজন। সভায় বক্তৃতা করেন মুক্ত কলাম সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোঃ মোস্তফা বিলাল, সাধারণ সম্পাদক নাজমুল তারেক তুষার, এডভোকেট স্বপন কুমার মজুমদার, এডভোকেট এবিএম মনিরুজ্জামান, গাজী কামরুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন অধ্যাপক এসএম আসাদুজ্জামান, কাজী আলমগীর হোসেন বাদশা, এডভোকেট মিল্টন ঘোষ, এডভোকেট সেলিম আল আজাদ, এডভোকেট কামরুল হোসান জোয়ারদার প্রমূখ আইনজীবী।