আপনারাও তার কথা মনে রাখবেন-প্রয়াত নেতা মরহুম মোহাম্মদ আলীর স্বরন সভায় ড. রফিকুল ইসলাম হিলালী

IMG-20250625-WA0076

মোহাম্মদ সালাহ উদ্দিন,ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

২৫ জুন বুধবার বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৬নং সান্দিকোনা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে সান্দিকোনা স্কুল এন্ড কলেজ মাঠে মরহুম মোহাম্মদ আলী খানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হামলা, মামলার এমন প্রতিশোধ চান না। দেশে আইন আছে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে আইন, আপনারা সেই কথার সেই অনুরোধ রেখেছেন আশা করি ভবিষ্যতেও রাখবেন।
তিনি আরো বলেন- মরহুম মোহাম্মদ আলী খান ছিলেন সময়ের সাহসী সন্তান। তাঁকে হত্যা করা যায়নি, তিনি মরেনি,তিনি আমাদের মাঝেই রয়েছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম হলুদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক, নেত্রকোণা জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন মিল্কী, সাধারণ সম্পাদক এড. বাবুল রফিক, কেন্দুয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন খোকন, কেন্দুয়া উপজেলা কৃষক দলের সভাপতি মাহাবুবুর রহমান খান মহসিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান হ্রদয়,সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু, পাইকুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল হাসেম ভুঁইয়া, সান্দিকোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবুল যুবদলের আহ্বায়ক, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ শান্তি খান, পৌর কৃষক দলের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্ধু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইফুল আলম, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঞা হাবুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ ।

উল্লেখ্য আওয়ামী স্বৈর শাসনামলে নিপীড়নের বিরুদ্ধে অবিচল অবস্থানের স্বীকৃতি স্বরূপ ৪ জন বিএনপি নেতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় । এর মধ্যে ২জন মরণোত্তর ।