আটপাড়া উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বিএনপির দ্বি বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৭ মে শনিবার সকালে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা বিএনপির আহবায়ক মাসুম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এর উপস্হিতিতে- জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হক উদ্ভোদক এর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় সংগীতের তালে তালে কবুতর উড়িয়ে আটপাড়া উপজেলা দ্বি বার্ষিক সন্মেলন উদ্বোধনের মাধ্যমে আটপাড়া উপজেলার বিএনপির দ্বি বার্ষিক সন্মেলনের ১ম অধিবেশন ও পরে জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়ে দ্বি বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির  ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত- ছিলেন এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক,
মোঃ মজিবুর রহমান খান,যুগ্ম আহবায়ক তাজেদুল ইসলাম ফারাস, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু।
বক্তব্য রাখেন- আটপাড়া উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সন্মেলনের সভাপতি প্রার্থী খায়রুল কবির তালুকদার ও মাসুম চৌধুরী।

সাধারণ সম্পাদক প্রার্থী খসরু আহমেদ, রফিকুল ইসলাম রফিক, মোর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে
৭টি ইউনিয়নের ৪৯৭ জনের ভোটের অধিকার রক্ষায় নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।