আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আর নির্বাচনে  যাব না………. হিরো আলম

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আর নির্বাচনে যাব না………. হিরো আলম

বিশেষ প্রতিনিধি ; ঢাকায় উপনির্বাচনে সর্বশেষ আক্রান্ত হওয়ার পর এখন বিদেশিদের নালিশ জানানোর কথা বলেছেন এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর।

ঢাকা-১৭ উপনির্বাচনে হামলার শিকার হওয়ার পর রামপুরার একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম)।

কন্টেন্ট ক্রিয়েটর থেকে ভোটের রাজনীতিতে নেমে আক্রান্ত হয়ে চলছেন হিরো আলম; তবে এবার সিদ্ধান্ত নিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আর নির্বাচন করবেন না তিনি।

সোমবার ঢাকা-১৭ উপনির্বাচনে ভোটগ্রহণের শেষ মুহূর্তে হামলার শিকার হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে ভোটের ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র এই প্রার্থী।

বগুড়ার আশরাফুল আলম কেবল টিভি অপারেটর থেকে ইউটিউব-ফেইসবুকে কন্টেন্ট তৈরি করে আলোচিত হয়ে ওঠার পর নিজের এলাকায় দুই দফা নির্বাচন করেন। সেখানেও হামলার শিকার হতে হয়েছিল তাকে।

সর্বশেষ ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে প্রার্থী হন তিনি। বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনের মধ্যে নিরুত্তাপ এই নির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কিছুটা হলেও উত্তাপ ছড়াচ্ছিলেন।

প্রার্থী হলেও এই আসনে ভোটার না হওয়ায় তার ভোট দেওয়ার সুযোগ ছিল না। তবে সকাল থেকে ভোট কেন্দ্রে যাচ্ছিলেন তিনি।

সকালেও এক কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে অনিয়মের অভিযোগ দিয়েও বলেছিলেন, “ফলাফল মেনে নেব কি-না, সেটা পরের হিসাব। কিন্তু ভোটের লাস্ট সময় পর্যন্ত থাকব মাঠে।”

“কারণ, আমরা দেখতে চাই, তারা কতটা আমার উপর অত্যাচার করে, কতটা আমার এজেন্টদের বের করে দেয়। যদি জোর করে সিল মারে, দেশের জনগণ দেখবে, আপনারাও দেখবেন আমার উপর কত অন্যায়-অত্যাচার করে তা দেখা পর্যন্ত থাকব,” নিজের অবস্থানের পক্ষে যুক্তি দেখিয়েছিলেন তিনি।